বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫

চরফ্যাশনে শিশুর যত্ন ও সুরক্ষা নিয়ে অবহিতকরণ সভা

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে শিশুর যত্ন ও সুরক্ষা নিয়ে অবহিতকরণ সভা
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫


চরফ্যাশনে শিশুর যত্ন ও সুরক্ষা নিয়ে অবহিতকরণ সভা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের যত্ন ও সুরক্ষা নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সুশীলন (এনজিও)-এর আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। সঞ্চালনা করেন সুশীলনের সমন্বয়ক জগন্নাথ রায়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, প্রকল্পের প্রতিনিধি, উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রকল্পের মূল লক্ষ্য হলো জনসম্পৃক্ততার মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহ দেওয়া, নবজাতক ও শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করা এবং পুষ্টি, পরিচর্যা ও যত্ন বিষয়ে সচেতনতা বাড়ানো।

তারা আরও বলেন, স্বাস্থ্যঝুঁকি, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৬:৫১:০৬ ● ৯১ বার পঠিত