বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
নাতনির দুষ্টুমি থামাতে বাঁধা, পুত্রবধুর লোহার রডে শ্বশুর জখম!
হোম পেজ » পটুয়াখালী » নাতনির দুষ্টুমি থামাতে বাঁধা, পুত্রবধুর লোহার রডে শ্বশুর জখম!
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে নাতনির দুষ্টুমি থামাতে বাধা দেওয়ায় এক বৃদ্ধ শ্বশুরকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে তার পুত্রবধু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাটরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাদা মাটি নিয়ে খেলার সময় নাতনিকে বাধা দেন শ্বশুর মন্নান হাওলাদার (৯০)। এতে নাতনি কেঁদে উঠলে তার মা রিমা বেগম উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে বৃদ্ধ শ্বশুরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মন্নান হাওলাদারকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের হাঁটুর নিচে ফেটে গুরুতর জখম হয়েছে।
আহত মন্নান হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ছেলে ঢাকায় থাকে, আর পুত্রবধু রিমা বাড়িতে থাকে। নাতনি কাদা মাটিতে খেলে বাধা দিলে সে আমার ওপর রেগে গিয়ে মারধর করেছে। ছেলেকে জানালে সে বিচার করবে বলে জানিয়েছে।
অভিযুক্ত রিমা বেগম ঘটনার পর আত্মগোপনে রয়েছেন। তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এমআর
বাংলাদেশ সময়: ১১:১৮:৫৮ ● ৯৫ বার পঠিত
