বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
গাড়ি কেনার আনন্দে গৃহবধূকে ধর্ষণ: মিষ্টিতে মিশিয়েছিল ওষুধ
হোম পেজ » লিড নিউজ » গাড়ি কেনার আনন্দে গৃহবধূকে ধর্ষণ: মিষ্টিতে মিশিয়েছিল ওষুধ
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মাহিন্দ্রা চালক মো. জসিম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জসিম চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ সময় চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর নতুন গাড়ি কেনার আনন্দে ভিকটিম গৃহবধূর (২২) বাড়িতে ছয়টি মিষ্টি নিয়ে যায় জসিম। সে মিষ্টির সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়। মিষ্টি খেয়ে গৃহবধূসহ পরিবারের সবাই অচেতন হয়ে পড়েন। পরে ভোররাতে জসিম ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর ভোলা পুলিশ সুপার শরিফুল হকের নির্দেশে পুলিশের একটি টিম প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে জসিমকে গ্রেফতার করে।
সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, জসিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাকে আজ (বুধবার) আদালতে পাঠানোর কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৩:১৫ ● ২১৫ বার পঠিত
