মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
হোম পেজ » গণমাধ্যম » কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
সোমবার (১০ নভেম্বর) রাত নয়টায় কলাপাড়া পুরাতন হাসপাতাল এলাকায় অবস্থিত সংগঠনের মিলনায়তনে কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মহসীন পারভেজ (এশিয়ান টিভি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদ উদ্দিন বিপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।
অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জাহিদ রিপন (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সহ-সভাপতি গৌতম হালদার (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা (আনন্দ টিভি), অর্থ সম্পাদক সৈয়দ মো. রাসেল (রূপসী বাংলা টিভি), দপ্তর সম্পাদক মো. পারভেজ (বিজয় টিভি) এবং সদস্যরা হলেন জসিম পারভেজ (এখন টিভি), মিলন কর্মকার রাজু (৭১ টিভি), সাইফুল ইসলাম রয়েল (মাই টিভি) ও ফরাজি মো. ইমরান (দীপ্ত টিভি)।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বাংলাদেশ সময়: ১১:৩৯:১৭ ● ১০৭ বার পঠিত
