রবিবার ● ৯ নভেম্বর ২০২৫

বিয়ের দাবিতে মুসলিম যুবকের বাড়িতে ৯ দিন ধরে অনশনে হিন্দু তরুণী

হোম পেজ » পিরোজপুর » বিয়ের দাবিতে মুসলিম যুবকের বাড়িতে ৯ দিন ধরে অনশনে হিন্দু তরুণী
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


বিয়ের দাবিতে মুসলিম যুবকের বাড়িতে ৯ দিন ধরে অনশনে হিন্দু তরুণী

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবিতে এক হিন্দু তরুণী প্রেমিকের বাড়িতে টানা নয় দিন ধরে অনশন করছেন। ঘটনাটি উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার গ্রামের নারায়ণ মণ্ডলের মেয়ে সঞ্চিতা মণ্ডল (২৬) দুই বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ইন্দুরকানীর চর-সাউদখালী গ্রামের কবির হাওলাদারের ছেলে আলী হাওলাদার (১৭)-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান।

সম্পর্কের দুই মাস পর আলীর বিয়ের আশ্বাসে সঞ্চিতা আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আলী তার কাছ থেকে এক লাখ টাকা নেন এবং ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে তোলেন। পরবর্তীতে পরিবারের অনীহায় বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আলী ভারতে চলে যান এবং যোগাযোগ বন্ধ করে দেন।

কোনো উপায় না পেয়ে গত ১ নভেম্বর বিকেল থেকে সঞ্চিতা প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

অনশনরত সঞ্চিতা মণ্ডল জানান, তিনি একটি এনজিওতে চাকরি করেন। ফেসবুকে আলীর সঙ্গে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আলী টাকা নিয়েছেন। পরে ভারতে পালিয়ে গেলে তাকে দেশে ফেরাতে বিকাশে বিশ হাজার টাকা পাঠান। এখন বিয়ে না হলে জীবনের কোনো অর্থ থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

আলীর মা রেশমা বেগম সাগরকন্যাকে বলেন, ছেলে এখন ভারতে আছে, যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি সত্য হলে তা বিবেচনা করা হবে। তবে আলীর ভারতীয় ফোন নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:১৭:১০ ● ১৪৬ বার পঠিত