রবিবার ● ৯ নভেম্বর ২০২৫

বাবুগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজ সেই চেতনা পুনরায় জাগ্রত করার সময় এসেছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, কাজী নজরুল ইসলাম মিলন, নজরুল ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল সিকদার, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক মাস্টার, আলমগীর হোসেন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হেমায়েত উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সদস্য সচিব আরাফাত হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরানসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১২:৪৫ ● ৮৪ বার পঠিত