
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার নিজের জীবনের নিরাপত্তা ও চলমান অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ তোলেন।
চেয়ারম্যান শাহিন হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, গত ৪ নভেম্বর রাত ৭টার দিকে তিনি খুলনা যাওয়ার পথে পিরোজপুর শহরের বড় পুল এলাকায় হামলার শিকার হন। বালিপাড়া ইউনিয়নের আব্দুল হক মুন্সির ছেলে জাকারিয়া হোসেন মুন্সি ও তার সহযোগীরা তার গাড়ি আটকে টেনে নামিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা করে। এ সময় তার কাছে থাকা দুইটি আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে জামায়াত নেতাদের মধ্যস্থতায় ঘটনাটি আপাতত মীমাংসা হলেও জাকারিয়া ও তার সহযোগীরা এখনও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
চেয়ারম্যান শাহিন আরও বলেন, ঘটনার পর জাকারিয়া মুন্সি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে সংবাদ সম্মেলন করেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি হামলা, অপহরণের চেষ্টা ও অপপ্রচারের শিকার হন, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ- এ প্রশ্ন এখন জনমনে। তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
রাজনৈতিক পটভূমি তুলে ধরে তিনি বলেন, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ছাত্রজীবনে তিনি জিয়ানগর উপজেলা ছাত্রদলে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় উন্নয়নের স্বার্থে ২০১৯ সালে জাতীয় পার্টি (মঞ্জু)-তে যোগ দেন এবং ২০২১ সালে বিজয়ী হন।
সংবাদ সম্মেলনে চণ্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর সদর থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচএম/এমআর