বুধবার ● ৫ নভেম্বর ২০২৫

পুলিশের লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

হোম পেজ » জাতীয় » পুলিশের লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫


 

পুলিশের লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার বাংলাদেশ পুলিশের লুন্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।

যাঁরা লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত অবস্থান বা তথ্য প্রদান করবেন, তাঁদের পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে।

ঘোষিত পুরস্কারের পরিমাণে বলা হয়েছে-

এলএমজি (Light Machine Gun) উদ্ধারকারীকে ৫ লাখ টাকা, এসএমজি উদ্ধারকারীকে দেড় লাখ টাকা, চায়না রাইফেল উদ্ধারকারীকে এক লাখ টাকা এবং পিস্তল বা শটগান উদ্ধারকারীকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।

প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা করে।

পুলিশ জানায়, লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের উৎসাহিত ও সুরক্ষিত রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সন্ধানদাতা চাইলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারবেন। তাঁদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়িত হলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বাজারে ছড়িয়ে পড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

পুলিশ উদ্ধারকৃত সামগ্রী প্রমাণ হিসেবে সংরক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৩ ● ৩৩ বার পঠিত