রবিবার ● ২ নভেম্বর ২০২৫
মানববন্ধনে ইউপি সদস্যের বাঁধা, শিক্ষকদের দেখে নেয়ার হুমকি!
হোম পেজ » বরগুনা » মানববন্ধনে ইউপি সদস্যের বাঁধা, শিক্ষকদের দেখে নেয়ার হুমকি!
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
সহকারী শিক্ষক রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে রবিবার সকালে বরগুনার আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষকরা মানববন্ধন করেন। ওই মানববন্ধনে সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বাঁধা দেন চরকগাছিয়া ইউনিয়নের ইউপি সদস্য মজিবুর রহমান ককন তালুকদার। তিনি মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকদের দেখে নেয়ার হুমকিও দেন।
এ ঘটনায় চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনায় ২১ অক্টোবর রাতে সন্ত্রাসীরা তাকে বিদ্যালয় হোস্টেল থেকে তুলে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে নির্যাতন করে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে যুবলীগ সদস্য মিজানুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা করেন।
ওই মামলার আসামি তোতা তালুকদারকে পুলিশ পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে। এদিকে হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন তোতার বাবা আবুল কালাম তালুকদার।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৫২:৩৮ ● ১০৫ বার পঠিত
