১১ মাস ধরে ওষুধহীন সেবা কলাপাড়ার আট স্বাস্থ্যকেন্দ্রে রোগীরা ফিরছেন খালি হাতে

হোম পেজ » বিশেষ প্রতিবেদন » ১১ মাস ধরে ওষুধহীন সেবা কলাপাড়ার আট স্বাস্থ্যকেন্দ্রে রোগীরা ফিরছেন খালি হাতে
শনিবার ● ১ নভেম্বর ২০২৫


 

জরাজীর্ণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

মেজবাহউদ্দিন মাননু, সাগরকন্যা বিশেষ প্রতিবেদন, (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ার আটটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১১ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে হাজারো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসা নিতে এসে রোগীরা কেবল পরামর্শ নিয়েই ফিরছেন খালি হাতে।

অধিকাংশ ভবন এখন জরাজীর্ণ অবস্থায়। কোথাও ছাদের পলেস্তরা খসে পড়ছে, কোথাও বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। অনেক কেন্দ্রে বর্ষায় হাঁটুজলে ডুবে থাকে রাস্তা। গর্ভবতী মায়েদের ওই পানির মধ্য দিয়েই আসতে হয় চিকিৎসা নিতে।

উপজেলার লালুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনের ছাদ ও দেওয়াল স্যাঁতসেতে, পলেস্তরা খসে পড়ছে। এ কেন্দ্রে একজন স্যাকমো, একজন এফডব্লিউজি, একজন আয়া ও একজন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (এফডব্লিউভি) রয়েছেন। এফডব্লিউভি সৈয়দা হাওয়া জানান, প্রায় এক বছর ধরে সরকারি ওষুধ সরবরাহ বন্ধ। প্রতি মাসে প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। সপ্তাহে তিনদিন- শনিবার, সোমবার ও বুধবার পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও জানান, এখানে মূলত গর্ভবতী মায়েরা স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নিতে আসেন। তারা আয়রন, ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড জাতীয় ওষুধ পেলে উপকৃত হতেন। কিন্তু এখন কিছুই মেলে না।

উপজেলার ধানখালী, চাকামইয়া, ধূলাসার, মিঠাগঞ্জ, নীলগঞ্জ ও বালিয়াতলীর কেন্দ্রগুলোরও একই অবস্থা। ওষুধ নেই, ভবন ভগ্নদশায়, আর জনবল সঙ্কট প্রকট।

স্থানীয় রোগী রহিমা বেগম বলেন, আগে জ্বর বা ছোটখাটো রোগে এলে কিছু ওষুধ পাওয়া যেত। এখন কিছুই মেলে না।

কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মহিউদ্দিন হাসান জানান, প্রায় এক বছর ধরে সারা দেশেই ওষুধ সরবরাহ বন্ধ ছিল। এখন কিছু ওষুধ পাওয়া গেছে, শিগগিরই আটটির মধ্যে পাঁচ কেন্দ্রে বিতরণ শুরু হবে। লালুয়া, নীলগঞ্জ, মিঠাগঞ্জ ও ধূলাসারের ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পদের বিপরীতে মাত্র এক-তৃতীয়াংশ জনবল থাকায় পূর্ণ সেবা দেওয়া যাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, বিষয়টি দ্রুত সমাধানে পরিবার পরিকল্পনা দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:০৯ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ