 
    শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা কমিটি অনুমোদন
হোম পেজ » রাজনীতি » গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা কমিটি অনুমোদন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. ছালাম হাওলাদারকে আহ্বায়ক এবং আলহাজ দলিল উদ্দিন দুলাল মৃধা, হাসান মাহমুদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শাহবুদ্দিন ও দুলাল ফকিরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব এবং মো. মমিন মিন্টু, মিজানুর রহমান খান, বাবুল বেপারী ও আলী আহমেদ শিকদারকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। ৩২ জন কার্যকরী সদস্যসহ মোট ৪২ সদস্যের এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।
গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু এবং সদস্য সচিব শাহ আলম সিকদার এ কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে কলাপাড়া পৌরশাখার আংশিক কমিটিও অনুমোদন করা হয়েছে, যেখানে মো. বনি আমিনকে আহ্বায়ক ও রবিউল আউয়াল অন্তরকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিগুলো ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের নবনিযুক্ত কলাপাড়া উপজেলা কমিটির সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু বলেন, ২০১৮ সাল থেকে ভিপি নূরুল হক অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন করে এসেছেন। তিনি সবসময় সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনেও সাহসী ভূমিকা রাখেন। মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে থেকে অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি এখন নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপনকারী নেতা হিসেবে পরিচিত। তার আপসহীন ভূমিকা ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই আমি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।
বাংলাদেশ সময়: ৭:৩৪:১৭ ● ৫৩ বার পঠিত
