শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫

কুয়াকাটায় ফিশ ফ্রাই ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ফিশ ফ্রাই ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


 

কুয়াকাটায় ফিশ ফ্রাই ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় ফিশ ফ্রাই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ফিশ ফ্রাই মার্কেটে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।

সভায় বক্তারা বলেন, কুয়াকাটা বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। প্রতিদিন এখানে হাজারো দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন। তাই ফিশ ফ্রাই মার্কেটের ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। খাদ্যের মান, দাম নির্ধারণ ও আচরণে সততা বজায় রাখলে কুয়াকাটার সুনাম আরও বৃদ্ধি পাবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেট শুধু ব্যবসার স্থান নয়, এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। তাই পরিচ্ছন্নতা, ন্যায্য মূল্য ও মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এতে পর্যটক সন্তুষ্ট হবেন এবং ব্যবসারও উন্নতি হবে।

কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে। এজন্য ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতার প্রয়োজন। নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলে প্রশাসন সব ধরনের সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় ব্যবসায়ীদের লাইসেন্স নবায়ন, খাদ্যের মান বজায় রাখা এবং বাজারে প্লাস্টিক ও দূষণ কমানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ীরা প্রশাসনের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ৭:০৭:৩৩ ● ৪০ বার পঠিত