বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
ভোলায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হোম পেজ » ভোলা » ভোলায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলা সদরে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকায় সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের সামনে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোলা টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম। সঙ্গে ছিলেন এটিএসআই নীল রতনসহ পুলিশের একটি দল। অভিযানে মাদক ব্যবসায়ী মো. নাঈম (৪৮) গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। তিনি চরফ্যাশন উপজেলার ভদ্রপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ জানান, নাঈমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত আসামিকে জেলহাজতে প্রেরণ করেছেন।
বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৩ ● ২০৫ বার পঠিত
