বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
সুন্দরবনে ডাকাতদের অস্ত্র সরবরাহকারীকে অস্ত্রসহ আটক
হোম পেজ » খুলনা » সুন্দরবনে ডাকাতদের অস্ত্র সরবরাহকারীকে অস্ত্রসহ আটক
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নেভিগেশন কর্মকর্তা লে. মারুফ আহমেদ সৌখিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় করিম শরীফ বাহিনীকে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে এক ব্যক্তি হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করবে। পরে সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আব্দুর রহিম (৩২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
লে. মারুফ আহমেদ জানান, আব্দুর রহিম বাগেরহাটের শরণখোলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন।
আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৫ ● ৮৮ বার পঠিত
