বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫

টেকসই পরিবার গড়তে কলাপাড়ায় নতুন প্রকল্প উদ্বোধন

হোম পেজ » পটুয়াখালী » টেকসই পরিবার গড়তে কলাপাড়ায় নতুন প্রকল্প উদ্বোধন
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


টেকসই পরিবার গড়তে কলাপাড়ায় নতুন প্রকল্প উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ‘পরিবারকে রূপান্তর করা: সহনশীলতা, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পরিবেশের জন্য’ শীর্ষক একটি নতুন প্রকল্পের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ।

তিন বছর মেয়াদি এ প্রকল্পের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন থ্রাইভ প্রকল্পের ব্যবস্থাপক এলিয়াস মূর্মূ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী জিয়াউর রহমান জসীম, থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা পায়েল চন্দ্র দাস ও মনিটরিং কর্মকর্তা বিধান চন্দ্র বিশ্বাস প্রমুখ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কলাপাড়া উপজেলার চারটি ইউনিয়নে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি, জেন্ডারভিত্তিক সহিংসতা রোধ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃষি ও জীবিকায়ন উন্নয়নে এ প্রকল্প কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৩৬ ● ১১৩ বার পঠিত