
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
ইউএনওকে রক্ষায় এবার ছাত্রদলের মানববন্ধন আমতলীতে
হোম পেজ » লিড নিউজ » ইউএনওকে রক্ষায় এবার ছাত্রদলের মানববন্ধন আমতলীতেসাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসার ঘটনায় আলোচনায় আসা আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁনকে রক্ষায় মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ইউএনও মো. রোকনুজ্জামান খাঁন গত ১৩ মে আমতলীতে যোগদান করেন। এরপর থেকেই তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ উপজেলা বিএনপির একাংশের।
গত ৬ এপ্রিল ইউএনও রোকনুজ্জামান খাঁনকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান, সহসভাপতি গাজী সামসুল হক ও বশির মৃধাসহ কয়েকজনের সঙ্গে এক হোটেলে বৈঠক ও খাবার খেতে দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিএনপি ও জামায়াতের নেতারা অভিযোগ করেন, ইউএনও সরকারের পক্ষপাতমূলক আচরণ করছেন এবং নিরপেক্ষতা হারিয়েছেন। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
এর প্রতিবাদে উপজেলা ছাত্রদলের বিতর্কিত সদস্য সচিব ইমরান খাঁনের নেতৃত্বে মানববন্ধন করে ইউএনওকে রক্ষার উদ্যোগ নেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল খান, উপজেলা কৃষকদল সভাপতি মো. জাহাঙ্গির হোসেন, ইমরানের বাবা মকবুল আহমেদ খান এবং বড় ভাই এনামুল হক বাচ্চু খান প্রমুখ।
এ বিষয়ে জানতে ইমরান খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
মানববন্ধন প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, একটি ছবি দিয়ে কিছুই প্রমাণ হয় না।
বাংলাদেশ সময়: ১৬:১০:১৭ ● ১১১ বার পঠিত