পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে জুবায়েদের হত্যার নিন্দা

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে জুবায়েদের হত্যার নিন্দা
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫


পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মিছিলটি কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল সড়ক পর্যন্ত পৌঁছায়। মিছিলে জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া আহমেদ, যুগ্ম আহবায়ক সানী গাজী, কলেজ শাখা আহবায়ক মো. বেল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়ামীন হাওলাদারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

মিছিল শেষে সমাবেশে বক্তারা পুরান ঢাকার আরমানীটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:২৯ ● ১৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ