বাবুগঞ্জে ডাকাতি: জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার-টাকা লুট

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে ডাকাতি: জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার-টাকা লুট
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫


বাবুগঞ্জে ডাকাতি: জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার-টাকা লুট

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের গোয়ালদি মুসুরিয়া গ্রামে একদল ডাকাত রাতে ঘরে ঢুকে লুটপাট করেছে।

সোমবার গভীর রাতে সাত থেকে আটজনের দল স্থানীয় সুজনের বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে। এরপর আলমারি থেকে ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা নিয়ে সটকে পড়ে।

ভুক্তভোগী সুজন বলেন, জানালার গ্রিল কেটে ডাকাত দল ঘরে ঢুকেছে। প্রথমে আমাকে, ভাই ও মাকে বেঁধে ফেলে, এরপর লুটপাট করেছে। মোট ১২ থেকে ১৪ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলেও দাবি ক্ষতিগ্রস্ত সুজনের।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উল ইসলাম বলেন, সংঘবদ্ধভাবে ডাকাতি হয়েছে। পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও ডিবি মিলে তদন্ত চালাচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৭ ● ১৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ