আগৈলঝাড়ায় সুপ্রিম কোর্টের আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরি

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় সুপ্রিম কোর্টের আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরি
বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় সুপ্রিম কোর্টের আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরি

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় সুপ্রিম কোর্টের আইনজীবীর বাসভবনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিয়ে গেছে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ দলিলপত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার আব্দুল জলিলের আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের বাড়িতে গত সোমবার দিবাগত রাতে কেউ না থাকার সুযোগে চোরেরা দরজা ভেঙে প্রবেশ করে। তারা প্রায় ১৩ ভরি স্বর্ণালঙ্কার, ভবন নির্মাণের জন্য রাখা ৪ লাখ ৭০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর ১৫ অক্টোবর সরদার আব্দুল জলিল আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরপরই থানার এসআই নুর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে এসআই নুর মোহাম্মদ বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীর অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৫০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ