সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫

ড্রাইভারকে জরিমানা কুয়াকাটায় গাঁজা সেবনে তিন যুবকের কারাদণ্ড

হোম পেজ » কুয়াকাটা » ড্রাইভারকে জরিমানা কুয়াকাটায় গাঁজা সেবনে তিন যুবকের কারাদণ্ড
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


 

কুয়াকাটায় গাঁজা সেবনে তিন যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা বাস টার্মিনালে গাঁজা সেবনের দায়ে তিন যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. কাজল ভূইয়া (২২), মো. আমীর হোসেন (৩৩) ও মো. মিজান তালুকদার (৪৫)। গাঁজা সেবনের অপরাধে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই সময় বাস টার্মিনালের সামনে রাস্তায় অবৈধভাবে বাস পার্কিং করার অপরাধে মো. রুবেল নামে এক বাসচালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে স্থানীয় পুলিশ সদস্যরাও সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৫ ● ১০৫ বার পঠিত