সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫

পিরোজপুরে শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষার্থীদের সংহতি

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষার্থীদের সংহতি
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


পিরোজপুরে শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষার্থীদের সংহতি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা ও বৈষম্য নিরসসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে পিরোজপুরে কর্মবিরতি চলছে। সোমবার (১৩ অক্টোবর) শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও ক্লাসসহ সব কার্যক্রম বন্ধ রেখেছেন।

শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে জিয়ানগর উপজেলার চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, বর্তমান ১ হাজার টাকার বাড়িভাড়া ভাতা অপ্রতুল হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। শিক্ষক নেতারা বলেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কাউখালী শাখার সাধারণ সম্পাদক গৌতম রায় জানান, যৌক্তিক দাবি আদায় ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের মতো পিরোজপুরেও কর্মসূচি চলছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৮:২৭ ● ৯৫ বার পঠিত