গলাচিপায় সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫


গলাচিপায় সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সেতুর পশ্চিমপাড়ে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দুই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। এলাকাবাসী জানান, বোয়ালিয়া বদ্ধ খালের ওপর নির্মিত গলাচিপা-পানপট্টি সংযোগ সেতুটি ২০০৭ সালে তৈরি হয়। দীর্ঘদিন ব্যবহারের পর সম্প্রতি এটি ভেঙে পড়ায় দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিন এই সেতু দিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপজেলা ও জেলা শহরে যাতায়াত করতেন।

স্থানীয়রা আরও জানান, পানপট্টি ইউনিয়নের কৃষিপণ্য এই সেতুর মাধ্যমেই দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হতো। সেতুটি অচল হয়ে পড়ায় পাশের ‘ব্রিজ বাজার’ও প্রায় নিস্তেজ হয়ে পড়েছে, ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন, প্রভাষক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন প্যাদা ও ছাত্রদল নেতা ইয়াকুব হাসান প্রমুখ।

এসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩৩ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ