কলাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের প্রধানদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে (পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন কুয়াকাটা খানাবাদ কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান, নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলামসহ অনেকে।

সভায় ইউএনও বলেন, কোন এলাকার উন্নয়নের প্রধান সূচক হচ্ছে শিক্ষা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদেরও মানোন্নয়ন জরুরি। তিনি শিক্ষাক্ষেত্রের সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের আহ্বান জানান এবং আর্থিক ব্যবস্থাপনা ও পাঠদানের মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।

সভায় উপজেলার সব কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৪১ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ