গোপালগঞ্জে টাইফয়েড টিকাদানে পরামর্শমূলক মিডিয়া কর্মশালা

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে টাইফয়েড টিকাদানে পরামর্শমূলক মিডিয়া কর্মশালা
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫


গোপালগঞ্জে টাইফয়েড টিকাদানে পরামর্শমূলক মিডিয়া কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গোপালগঞ্জ জেলা পর্যায়ের এক পরামর্শমূলক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দুপুর ১২টায়  গোপালগঞ্জ জেলা প্রসাশক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে আয়োজিত জেলা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।
টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওয়াতায় দেশব্যাপী  আগামী ১২ই অক্টম্বর থেকে  টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। গোপালগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের নিচে সকল শিশুদের এ টাইফয়েড টিকাদান দেওয়া হবে। জেলায় লক্ষমাত্রার ৩৭ পারসেন্ট রেজিস্টেশন হয়েছে বলে জানায় সিভিল সার্জন ডা. আবু সাইদ মো: ফারুক। মিডিয়ার মাধ্যমে প্রচার প্রচারণায় শতভাগ রেজিস্টেশন হবে আশাব্যক্ত করেন সিভিল সার্জন।
কর্মশালায় গোপালগঞ্জ জেলা প্রসাশক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক, স্থানীয় সরকারের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল,  গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. আবু সাইদ মো: ফারুক, জেলা তথ্য অফিসার মো: সুলাইমান, জেলা শিক্ষা অফিসার খো: রুহুল আমিন, জেলা প্রথমিক শিক্ষা অফিসার, মোছা: জ্যোৎস্না খাতুন, জেলা প্রেসক্লাবে সভাপতি যুগান্তরের প্রতিনিধি এসএম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক  এটিএন বাংলার প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, রিপোর্টাস ফোরামের সভাপতি যমুনা টেলিভিশনের প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না’সহ অনেকে বক্তব্য রাখেন। এসময় জেলার প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫০:০৭ ● ১২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ