মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫

কুয়াকাটায় রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫


কুয়াকাটায় রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)॥

পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিত করতে কুয়াকাটায় রেস্তোরাঁ কর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে পৌরসভা কর্তৃপক্ষ।

কর্মশালায় কুয়াকাটার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর ব্যবস্থাপক, বাবুর্চি, ওয়েটারসহ সেবা খাতের শতাধিক কর্মী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার পোষাক কর্মকর্তা ইয়াসিন সাদেক। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়ার স্যানিটারি ইন্সপেক্টর মিনাল কান্তি দেবনাথ। সভাপতিত্ব করেন পৌর সচিব মো. হুমায়ুন কবির।

কর্মশালা পরিচালনা করেন সিকদার রিসোর্টের জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম ও সহকারী ম্যানেজার ফয়সাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন খাবার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।

বক্তারা বলেন, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাখতে হলে রেস্তোরাঁ ও হোটেলগুলোর খাদ্যের মান, পরিচ্ছন্নতা ও কর্মীদের আচরণ উন্নত করতে হবে। কর্মশালাটি অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিচ্ছন্নতা সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৫ ● ৫৩ বার পঠিত