আগৈলঝাড়ায় কৃষকদলের কমিটি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় কৃষকদলের কমিটি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দলটির দুই গ্রুপের নেতা-কর্মীরা।

জানা গেছে, নিজামুল ইসলাম নিজামকে আহ্বায়ক ও শিক্ষক নুর আলম বেপারীকে সদস্য সচিব করে ৭২ সদস্যের আহ্বায়ক কমিটি গত ২৮ সেপ্টেম্বর অনুমোদন দেয় জেলা উত্তর কৃষকদল। তবে ঘোষিত কমিটির ৪নং যুগ্ম-আহ্বায়ক হাসান কাজী ৩ অক্টোবর রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন—অর্থ বাণিজ্যের মাধ্যমে গঠিত কমিটিতে অরাজনৈতিক ও প্রবাসে থাকা ব্যক্তিদের রাখা হয়েছে।

এর প্রতিবাদে ৬ অক্টোবর প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে আহ্বায়ক নিজামুল ইসলাম ও সদস্য সচিব নুর আলম বেপারীসহ দুই শতাধিক নেতা-কর্মী। তারা অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটি গঠন করা হয়েছে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় কর্মীদের নিয়ে।

সংবাদ সম্মেলনে নুর আলম দাবি করেন, বিরোধী গ্রুপের নেতা আবির হাসান কাজী আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আওয়ামী দোসরদের সঙ্গে যোগসাজশ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

দুই পক্ষের এই দ্বন্দ্বে স্থানীয় কৃষকদল বিভক্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪১ ● ৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ