রবিবার ● ৫ অক্টোবর ২০২৫

আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা চত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন।

আলোচনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারজানা আক্তার, বিএইচপি একাডেমির প্রধান যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা অরুণ চন্দ্র হালদার ও সহকারী শিক্ষক অনিমেষ হালদারসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৪:১০:৫৭ ● ১১৪ বার পঠিত