শনিবার ● ৪ অক্টোবর ২০২৫

পূজার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের উচ্ছ্বাস

হোম পেজ » পর্যটন » পূজার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের উচ্ছ্বাস
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


পূজার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের উচ্ছ্বাস

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটির চতুর্থ দিনেও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। উৎসবের আমেজে মেতে ওঠা হাজারো মানুষ সৈকতের জিরো পয়েন্টের বালুকাবেলায় কাটিয়েছেন আনন্দময় সময়।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে আগত পর্যটকদের কেউ উত্তাল ঢেউয়ে সাঁতার কাটছেন, কেউ বালু নিয়ে খেলায় মগ্ন। অনেকে সৈকতের বেঞ্চে বসে উপভোগ করেছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউ আবার ওয়াটারবাইক চালিয়ে সমুদ্রে ছুটে গেছেন কিংবা মোটরবাইক, ইজিবাইক ও ঘোড়ায় চড়ে ঘুরে দেখেছেন বিভিন্ন পর্যটন স্পট।

কাউয়ার চর, লাল কাঁকড়ার চর, চর গঙ্গামতি, গঙ্গামতি ঝাউবাগান, শুটকি পল্লী, লেম্বুর বন ও তিন নদীর মোহনাসহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতেও পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঢাকা থেকে পরিবারসহ ঘুরতে আসা সরকারি কর্মকর্তা সৈকত হাসান জানান, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যে তারা মুগ্ধ। তবে কিছু স্থানে অব্যবস্থাপনা নজরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

পর্যটকদের ভিড়ের কারণে সৈকতসংলগ্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রি বেড়েছে। হোটেল-মোটেলগুলোতেও শতভাগ কক্ষ বুকড রয়েছে বলে আবাসিক হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। আবাসিক হোটেল ‘কানসাই ইন’-এর ম্যানেজার সজিব বলেন, পূজার ছুটিতে টানা তিন দিন ধরেই তাদের হোটেলের সব রুম বুকড রয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রবিবার থেকে পর্যটকের সংখ্যা কিছুটা কমতে পারে।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৩০ ● ১১২ বার পঠিত