
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
পায়রা সেতুতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন
হোম পেজ » পটুয়াখালী » পায়রা সেতুতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্নসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর পায়রা সেতুতে ছবি তুলতে গিয়ে পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মনির হোসেন (৫৮)। এতে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনির হোসেন সেতুর উত্তর প্রান্তে মোটরসাইকেল রেখে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে সেটি ছিটকে মনিরের ওপর গিয়ে পড়ে। এতে তার বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত মনিরের বাড়ি জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মনির হোসেনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচাতে জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, পায়রা সেতু এলাকায় অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপন ও পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপভ্যান শনাক্তের চেষ্টা চলছে। চালককে গ্রেপ্তার ও গাড়িটি আটক করার অভিযান অব্যাহত রয়েছে।
এমআর
বাংলাদেশ সময়: ১২:২৩:৩৩ ● ১১৭ বার পঠিত