পবিপ্রবিতে শহীদ জিয়া গবেষণা পরিষদের কমিটি গঠন

হোম পেজ » পটুয়াখালী » পবিপ্রবিতে শহীদ জিয়া গবেষণা পরিষদের কমিটি গঠন
বুধবার ● ১ অক্টোবর ২০২৫


পবিপ্রবিতে শহীদ জিয়া গবেষণা পরিষদের কমিটি গঠন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ জিয়া গবেষণা পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গাউস মো. আজিম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে আহ্বায়ক ও এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মো. মেহেদী হাসান সিকদার, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলামসহ আরও কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা। এছাড়া বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক বিভাগের শিক্ষক-কর্মকর্তারা কমিটির সদস্য হয়েছেন।

নতুন কমিটি গঠন হওয়ায় দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক কে এম আনারুজ্জামান চুন্নুসহ স্থানীয় সাংবাদিক নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এমআর

বাংলাদেশ সময়: ১৩:৪৪:০১ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ