চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স সভা

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স সভা
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫


চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স সভা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে চরফ্যাশনে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা হয়।

সভায় জানানো হয়, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ থাকবে। আইন ভঙ্গকারীদের সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তার সঙ্গে যুক্ত। তাই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভীর আহম্মদ, প্রেস ক্লাব সভাপতি নাছিউর রহমান শিপু ফরাজীসহ অনেকে।

সভায় নৌপথে টহল জোরদার ও বাজারে তদারকি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৮:২৯ ● ১১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ