শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে হামলা ও ভাঙচুর

হোম পেজ » ভোলা » ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে হামলা ও ভাঙচুর
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫


সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে হামলার ফলে পেছনের গ্লাস ভেঙ্গে যাবার দৃশ্য এটি

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা 

ভোলার বোরহানউদ্দিনে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও ভোলা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িতে হামলা চালানো হয়েছে। হামলায় ইব্রাহিম খলিলসহ চারজন আহত হয়েছেন। তারা ভোলা সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল অভিযোগ করেন, আজ (শনিবার) দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলা শহরের কেন্দ্রীয় মন্দিরের সামনে তার গাড়িতে ডিম নিক্ষেপ করা হয় ও গতিরোধের পর হামলা চালানো হয়। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় তিনি বিভিন্ন মন্দিরে আর্থিক সহযোগিতা দিয়েছেন।

ইব্রাহিম খলিল দাবি করেন, হামলাকারীরা ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের অনুসারী এবং তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা গাড়ি ভাঙচুর ও গাড়ি থেকে নামার পর তাকে ও সঙ্গে থাকা লোকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে বোরহানউদ্দিন পৌরসভা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটন অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিএনপি বা তার অঙ্গসংগঠন হামলার সঙ্গে জড়িত নয় এবং অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত। ইব্রাহিম খলিল বিএনপি ও ছাত্রদলের নামে অপপ্রচার চালাচ্ছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:০০:১৯ ● ১২৯ বার পঠিত