বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫

আগৈলঝাড়ায় মৎস্য অফিসে তোলপাড়, ২৫ চায়না দুয়ারী জব্দ

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মৎস্য অফিসে তোলপাড়, ২৫ চায়না দুয়ারী জব্দ
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় মৎস্য অফিসে তোলপাড়, ২৫ চায়না দুয়ারী জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা ডট কম–এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে বরিশালের আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিস। ২৩ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে উপজেলার আস্কর গ্রাম থেকে ২৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদারের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয় না। মৎস্য অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা অভিযানে গাফিলতি করছেন এবং অনেক সময় অভিযানের খবর আগেই জাল ব্যবসায়ীদের জানিয়ে দেন। দীর্ঘদিন ধরে কর্মরত থাকার কারণে কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় জাল ব্যবসায়ীদের ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া মৎস্য অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। টেন্ডার ছাড়া লক্ষ লক্ষ টাকার সরকারি প্রকল্পের কাজ সম্পন্ন করা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে উদাসীনতা এবং প্রকল্পের বাজেট অস্বচ্ছতার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, অভিযান ও নজরদারির অভাবে চায়না দুয়ারী, কারেন্ট জাল, ভেসাল জাল, গরা পাটা, চরঘের ও ঘূর্ণিজালের মতো নিষিদ্ধ জাল দিয়ে নির্বিঘ্নে মাছ শিকার চলছে, ফলে দেশীয় মাছ বিলুপ্তির পথে।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৬:৫০ ● ১৭৫ বার পঠিত