শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
ফেব্রুয়ারির ভোটে বাধা, বিএনপি নেতার মন্তব্য
হোম পেজ » রাজনীতি » ফেব্রুয়ারির ভোটে বাধা, বিএনপি নেতার মন্তব্য

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদিকুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে কোনো আন্দোলনে না থাকা এই গোষ্ঠী ২০২৪ সালের ৫ আগস্টের পর মাঠে নেমেছে।
শনিবার বিকেলে নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বাজারে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে সাদিকুর রহমান বলেন, পিআর পদ্ধতির নামে যে আন্দোলন ডাক দেওয়া হয়েছে, তা জনগণ গ্রহণ করবে না।
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছেন। জনগণ তা বাস্তবায়ন দেখতে চায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে।
সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান বলেন, দেশবাসী ভোটে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করলে দেশের জন্য ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন হবে। দীর্ঘদিন দেশের বাইরে থাকা পরেও শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের কারণে তিনি শীঘ্রই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গে গ্রামে, বাজারে এবং পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করা হয়।
বাংলাদেশ সময়: ২০:৫৭:২০ ● ১০৩ বার পঠিত
