
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
মুলাদীতে ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই সহোদর গ্রেফতার
হোম পেজ » বরিশাল » মুলাদীতে ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই সহোদর গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের মুলাদীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী আব্বাস হাওলাদার ও তার ভাই বশির হাওলাদারকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে তাদের বাড়ি থেকে ১৩টি ককটেল বোমা, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আব্দুল রব হাওলাদারের ছেলে আব্বাস ও বশির দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, আব্বাস মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল ও অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তার নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
স্থানীয়রা জানান, প্রভাবশালী মহলের আশ্রয়ে আব্বাস এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। বিকেলে মীরগঞ্জ ফেরিঘাটে বিক্ষোভ, মানববন্ধন ও মিষ্টি বিতরণ করে জনগণ তার ফাঁসির দাবি জানান।
মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা দায়ের করা হচ্ছে।
এএ/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৫ ● ৮২ বার পঠিত