মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫

মঠবাড়িয়ায় দুটি হত্যা মামলার আসামি নাশকতা মামলায় গ্রেফতার

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় দুটি হত্যা মামলার আসামি নাশকতা মামলায় গ্রেফতার
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫


 

মঠবাড়িয়ায় দুটি হত্যা মামলার আসামি নাশকতা মামলায় গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছগির আকন (৪৬) এবার নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা ডিবি পুলিশের একটি টিম পিরোজপুর-হুলারহাট সড়কের মাছিমপুর এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ছগির উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের মৃত কুদ্দুস আকনের ছেলে। তিনি উর্মি হত্যা মামলার হাজিরা শেষে বের হওয়ার সময় ধরা পড়েন।

পুলিশ জানায়, সম্প্রতি মঠবাড়িয়ার করিম আকন বাজারে বিএনপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান বাদী হয়ে গত ২৫ আগস্ট থানায় মামলা করেন। ওই মামলায় ছগির এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি।

২০১৭ সালে সাংবাদিক জুলফিকার আমীন সোহেলের মেয়ে, চতুর্থ শ্রেণির ছাত্রী উর্মিকে ধর্ষণ শেষে হত্যা করে বাগানের নালায় ফেলে দেওয়া হয়। তিন দিন পর পুলিশ গলিত লাশ উদ্ধার করে।

অপরদিকে ২০২২ সালে যুবতী তন্বী আক্তারকে জবাই করে হত্যার অভিযোগ রয়েছে ছগিরের বিরুদ্ধে। একদিন পর তার লাশ বাগান থেকে উদ্ধার হয়। দুটি হত্যা মামলাই বর্তমানে পিরোজপুর নারী ও শিশু আদালতে বিচারাধীন।

গ্রেফতার অভিযানে অংশ নেওয়া ডিবি পুলিশের কর্মকর্তা মো. খায়রুল হাসান জানান, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল ছগির। মঙ্গলবার আদালতে হাজিরা শেষে ফের পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নাশকতা মামলার আসামি হিসেবে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৩৯ ● ৯২ বার পঠিত