রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫

আমতলীতে নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ

হোম পেজ » বরগুনা » আমতলীতে নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫


আমতলীতে নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য হেনা বুলবুলির ঘর থেকে ৬৪ বস্তা অবৈধভাবে মজুদ রাখা সার জব্দ করেছে পুলিশ। রবিবার বিকেলে অভিযান চালানো হয়।

জব্দকৃত সারের মধ্যে ৪১ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা টিএসপি ও এমওপি রয়েছে। এই সার হেনা বুলবুলি গত তিন বছর ধরে মজুদ ও বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ। তাদের স্বামী মজনু চৌকিদার ও ছেলে হাসান চৌকিদার অতিরিক্ত দামে সার বিক্রি করতেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, হেনা বুলবুলির স্বামী ও ছেলের নামে সার বিক্রির কোন ক্ষুদ্র লাইসেন্স নেই। তারা সরকারি তালিকাভুক্ত ক্ষুদ্র ডিলারও নন।

হাসান চৌকিদার বলেন, আমার কীটনাশক বিক্রির লাইসেন্স আছে। তাই ওই লাইসেন্স ব্যবহার করে সার বিক্রি করছি।

হেনা বুলবুলি জানান, আমার ছেলে কীটনাশকের ব্যবসা করে। সাপ্লিমেন্ট হিসেবে সারও বিক্রি করে।

উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ৬৪ বস্তা সার জব্দ করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার থানায় আনা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল বলেন, অবৈধভাবে সার মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হেনা বুলবুলির স্বামী ও ছেলের নামে কোন লাইসেন্স নেই।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। অবৈধভাবে সার বিক্রির সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৪৫ ● ৮৫ বার পঠিত