রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

হোম পেজ » পটুয়াখালী » বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫


 

বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্জ আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ আমাদের উপর দমন-নির্যাতন চালিয়েছে। এখন বিএনপির ভেতর থেকেও কিছু নেতা অত্যাচার করছে। সময় আসলে তারাও পালাতে বাধ্য হবে। বিএনপি বড় দল, সহজে ভাঙা যায় না। এ দলে সন্ত্রাসী বা চাঁদাবাজদের স্থান নেই।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলে ভারত তাকে আশ্রয় দিয়েছিল। এখনো ভারত থেকে নানা ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে। তবে বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে।

এসময় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. মাকসুদ আহমদ বায়েজিদ পান্না, আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মহসীন উদ্দিন, সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, অ্যাড. তারকিউল ইসলাম, শ্রমিকদল সভাপতি নাশির উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০৮ ● ৪০ বার পঠিত