
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
বামনায় অটোচালক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
হোম পেজ » বরগুনা » বামনায় অটোচালক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, বামনা(বরগুনা)
বরগুনার বামনা উপজেলায় অটোচালক আজিজুল সিকদারকে (২৮) গলাকেটে হত্যাকারীদের ফাঁসির দাবীতে শনিবার সকাল ১০টায় বামনা গোলচত্ত্বরে মানববন্ধন করেছে অটোচালকবৃন্দ ও এলাকাবাসী।
ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক মাওলানা মো. মাহবুবুর রহমান, বামনা সদর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. আনিচুজ্জামান দুলাল, ১নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিলন খান, অটোচালক আজিজুলের পিতা মো. ফারুক সিকদার, আজিজুলের অন্তসত্বা স্ত্রী মোসা. মরিয়ম বেগম, বামনা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আসাদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি’র সাবেক কমান্ডার মো. মোকলেছুর রহমান, অটোচালক মো. আল আমিন ও মো. এমাদুল হক প্রমুখ।
বক্তারা বলেন দরিদ্র পরিবারের সংসারের হাল ধরতে আজিজুর অটো চালাতেন। হত্যাকারীরা তাঁকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর অটো গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। তার হত্যাকারীদের এবং হত্যার সাথে আরো কেহ জড়িত থাকলে সঠিক তদন্ত পূর্বক গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দাবী জানান।
উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর রাত আনুঃ ৮.০০টার দিকে উপজেলার পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এ হত্যাকা- ঘটে। নিহত আজিজুল (২৮) বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে।
হত্যা ঘটনার ৫ঘন্টার মধ্যে বামনা থানার অফিসার ইন চার্জ-এর নেতৃত্বে একটি টিম রাতেই পিরোজপুরের ভা-ারিয়া এলাকার একটি ওয়ার্কশপ থেকে ছিনতাইকৃত অটোগাড়ীসহ দুই খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ হৃদয় (২০) ও মোঃ সাইফুল ইসলাম (৩৫), এদের বাড়ি একই উপজেলার রামনা ইউনিয়নে পশ্চিম বলইবুনিয়া গ্রামে।
এইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৫:০৯:২১ ● ৮৭ বার পঠিত