বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫

কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে ইভটিজিংয়ের দায়ে নিলু ডাকুয়া (৪০) নামে এক অটোরিকশা চালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নিলু ডাকুয়া উপজেলার পার সাতুরিয়া গ্রামের মোশাররফ ডাকুয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বাঁশরী গ্রামের এক গৃহবধূ আনসার ভিডিপি প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে গত দুই দিন ধরে নিলু ডাকুয়া তাকে ইভটিজিং করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে কাউখালী মহিলা কলেজের সামনে ফের হয়রানি করলে গৃহবধূ বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

অভিযোগ পাওয়ার পর ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তিন মাসের কারাদণ্ড দেন।

কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, আসামিকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১০:২৯ ● ১১৬ বার পঠিত