
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
সুন্দরবনে অভিযান দুই নৌকা ও বিষসহ পাঁচ দুষ্কৃতকারী আটক
হোম পেজ » খুলনা » সুন্দরবনে অভিযান দুই নৌকা ও বিষসহ পাঁচ দুষ্কৃতকারী আটকসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
পূর্ব সুন্দরবনে অভিযান চালিয়ে দুইটি ডিঙ্গি নৌকা, বিষের বোতল ও প্রায় ২০ কেজি চিংড়ি মাছসহ পাঁচ দুষ্কৃতকারীকে আটক করেছে বন বিভাগের চাঁদপাই স্মার্ট টিম-১। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল খালের আগায় অবস্থানরত দুই নৌকায় তল্লাশি চালায় স্মার্ট টিম। এ সময় দুই বোতল রিপকর্ড (বিষ) ও মাছ জব্দ করা হয়। পরে দুষ্কৃতকারীদের আটক করা হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের জলজ সম্পদ রক্ষায় টহল দল সবসময় সতর্ক রয়েছে। বিষ দিয়ে মাছ ধরা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বিষ দিয়ে মাছ ধরা শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণী ও নদীর পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের অপরাধ ঠেকাতে বন বিভাগ নিয়মিত অভিযান চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৫ ● ১০২ বার পঠিত