বামনায় নদী ভাঙন ঠেকাতে মানববন্ধন ও স্মারকলিপি

হোম পেজ » বরগুনা » বামনায় নদী ভাঙন ঠেকাতে মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


বামনায় নদী ভাঙন ঠেকাতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

বরগুনার বামনা উপজেলায় নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় খাদ্য গুদামের সামনে নদীর তীরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুররুর রব মুর্তাযা আহসান, ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম তুহিন আকন, সাংবাদিক নাসির মোল্লা ও ইব্রাহীমসহ স্থানীয়রা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, বামনার একমাত্র খাদ্য গুদাম বিষখালী নদীর পাড়ে অবস্থিত। এখানে ১২০০ থেকে ১৫০০ টন পর্যন্ত খাদ্য মজুদ থাকে। নদী ভাঙনে গুদামটি নদীতে বিলীন হলে সরকারের কয়েক কোটি টাকার ক্ষতি হবে এবং খাদ্য সংরক্ষণ ব্যাহত হবে।

গুদামের পাশে সরকারের নির্মিত ভূমিহীন আবাসন প্রকল্পে শতাধিক হিন্দু-মুসলিম পরিবার বসবাস করছে। নদী ভাঙনে তারা চরম ঝুঁকিতে আছে। এছাড়া কলাগাছিয়া ও পূর্ব সফিপুরে ৭ হাজারের বেশি মানুষ ভাঙনের হুমকিতে রয়েছে।

স্থানীয়রা জানান, নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের জরুরি ব্যবস্থা ছাড়া খাদ্য গুদাম, আবাসন প্রকল্প ও গ্রামের হাজারো মানুষ ক্ষতির মুখে পড়বে।

বাংলাদেশ সময়: ১২:০৮:৩৭ ● ২৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ