পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫


পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরে এক যুবককে হত্যার মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের এজাজা শরীফ, মো. আক্কাস শরীফ, সাখায়েত শরীফ, আক্কাসের স্ত্রী শেফালী বেগম, সাখায়েতের স্ত্রী হ্যাপি বেগম ও এজাজার স্ত্রী লিমা বেগম। এছাড়া একই মামলায় হানিফ শরীফের ছেলে মো. এমরানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই রাতে ঝনঝনিয়ায় আক্কাস শরীফের বাড়ির সামনে আবুল কালাম শরীফের ওপর হামলা চালায় আসামিরা। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার মৃত্যু হয়।

পরদিন নিহতের ভাই হাকিম শরীফ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৯ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ