
সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানীতে সহকারি শিক্ষকের যোগসাজসে একটি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ টেন্ডার ছাড়াই বিক্রি করে টাকা ভাগ করে নিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতারা।
গত বুধবার উপজেলার ২৪নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো. জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল সিকদার, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন বয়াতি ও ইমাম শিকদার এসব বেঞ্চ চন্ডিপুরের ভাঙ্গারি ব্যবসায়ী জাকির হোসেন গাজীর কাছে বিক্রি করেন। সরেজমিনে দেখা যায়, বেঞ্চগুলো তার গুদামে স্তুপ করে রাখা হয়েছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, গত ৪ আগস্ট বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ও কয়েকটি গাছের নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১১ আগস্ট নিলাম অনুষ্ঠিত হয়। ওই ভবনের কক্ষে ছিল পুরাতন লোহার বেঞ্চ। তবে বেঞ্চ বিক্রির কোনো অনুমোদন বা নিলাম হয়নি।
ব্যবসায়ী জাকির হোসেন জানান, তিনি তিনজন নেতার কাছ থেকে ৪৯০ কেজি লোহার বেঞ্চ ১৯,৩৫৫ টাকায় ক্রয় করেছেন এবং তাদের স্বাক্ষরযুক্ত চুক্তিপত্র রয়েছে বলেও জাকিরের দাবি।
অভিযোগ অস্বীকার করে সহকারি শিক্ষক জসিম উদ্দিন বলেন, তিনি সরাসরি বিক্রিতে জড়িত নন, তবে বিএনপি সভাপতিকে ভুল করে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল সিকদারও অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা বলেন, দরজা ভেঙে বেঞ্চগুলো জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মদকে জানানো হলেও তিনি নেতাদের পক্ষে অবস্থান নেন। ফরিদ আহম্মদ বলেন, ঘটনা সম্পর্কে তিনি জানেন এবং যাঁরা সংবাদ করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা করবেন।
উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম জানান, শুধুমাত্র ভবন ও গাছের নিলাম হয়েছে। বেঞ্চ বিক্রির অনুমোদন বা নিলাম হয়নি। বিষয়টি তদন্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মদ আলী বলেন, বেঞ্চ বিক্রির ঘটনা সত্য হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।