
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
দুমকিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে আফসানা ইসরাত বীথি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরগরবদী গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইসরাত বীথি (২৩) ওই এলাকার সৌদি প্রবাসী সৈয়দ নাহিদ ইসলামের স্ত্রী।
পরিবার জানায়,প্রায় সাড়ে তিন বছর আগে সৈয়দ নাহিদ ইসলামের সঙ্গে ইসরাত বীথি বিয়ে হয়। তাদের আড়াই বছরের এক ছেলে রয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয় বীথি। রবিবার ভোরে তার ছোট ভাই ঘরে ঢুকে বোন বীথিকে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে। পরে খবর পেয়ে পুরিশ মরদেহ উদ্ধার করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমআর
বাংলাদেশ সময়: ১২:০৩:৫২ ● ১১৫ বার পঠিত