রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

হোম পেজ » চট্টগ্রাম » ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫



ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা

সাগরকন্যা প্রতিবেদক, ফেনী

ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসচালক গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা মুখী লেনে দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে গেলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি ধাক্কা মারে। এতে হেলপার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সুপারভাইজার ও চালককে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সুপারভাইজারকে মৃত ঘোষণা করেন।

নিহত সুপারভাইজার রবিউল (৩০) পাবনার সাথিয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। নিহত হেলপারের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

গুরুতর আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, সংবাদ পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণ করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ৮:৩৬:১৯ ● ৯৮ বার পঠিত