
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে: জয়নুল আবেদীন
হোম পেজ » বরিশাল » ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে: জয়নুল আবেদীনসাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে, বাবুগঞ্জ জিতবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাবুগঞ্জের মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন নারী সমাজের অর্ধেকের বেশি অংশ। তাই নারীদের মূল্যায়ন করে দেশ গড়ে তুলতে হবে। আজকের সম্মেলনে নারীদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। আগামী নির্বাচনে নারীদের সঙ্গে নিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে কেউ না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে। বাবুগঞ্জে রাস্তাঘাটের অভাব রয়েছে, ধানের শীষে জয়ী হলে এসব সমস্যার সমাধান করা হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনের উদ্বোধন করেন জয়নুল আবেদীন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় পর্বে মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন অহিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হন সালাউদ্দিন তালুকদার।
এএ/এমআর
বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৮ ● ৯৩ বার পঠিত