বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় নানা বাড়ী বেড়াতে এসে পানিতে ডুবে মো.ইয়াসিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে বান্দ্রা এলাকায় নানা মো.মনির খাঁ’র বাড়ীর পুকুরে গোসল করতে নেমে সে এ দূর্ঘটনার শিকার হয়।
স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শিশু ইয়াসিন কলাপাড়া পৌরশহরের রহমতপুর এলাকার গোলামআলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মো. ইসমাইল হোসেনের ছেলে।
বাংলাদেশ সময়: ১৫:৫২:২০ ● ১৫৭ বার পঠিত
