
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
ভোলায় শ্রমিক পার্টির সংবাদ সম্মেলন
হোম পেজ » ভোলা » ভোলায় শ্রমিক পার্টির সংবাদ সম্মেলনসাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলায় নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পার্টি (বিজেপি) শ্রমিক পার্টির জেলা সভাপতি মো. জামাল উদ্দিন চোকেট।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভোলার বাপ্তা এলাকায় শ্রমিক পার্টির অস্থায়ী কার্যালয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবুও প্রতিপক্ষ তাকে হয়রানি করছে।
জামাল উদ্দিন আরও দাবি করেন, সম্প্রতি ভোলার বিভিন্ন ইউনিয়নে শ্রমিক পার্টির কর্মসূচি বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি প্রতিপক্ষকে এসব ঘৃণিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি অনুরোধ করেন যেন ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি পালন করা যায়।
সংবাদ সম্মেলনে জেলা শ্রমিক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল শহিদ, আবু কলাম, আলাউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:০০:৫৭ ● ১১৫ বার পঠিত