
শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫
কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি অনুমোদন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি অনুমোদনসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বাবু সজল সমাদ্দারকে এবং সদস্য সচিব হলেন বাবু দেবাশীষ শিকদার (কালা)। নতুন এ কমিটিতে মোট ৩১ জন সদস্য রয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পটুয়াখালী জেলা আহ্বায়ক বাবু আশীষ কুমার সাহা ও সদস্য সচিব বাবু তপন চন্দ্র দাসের স্বাক্ষরে এ অনুমোদন প্রদান করা হয়।
নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে কলাপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সময়োপযোগী ও কার্যকর একটি আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন কলাপাড়ার সনাতন ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ সময়: ১৬:৫০:৪৭ ● ১৭২ বার পঠিত